কবিতা- প্রাণের সন্ধান

প্রাণের সন্ধান
-সুমিতা পয়ড়্যা

 

 

সাগরের বুকে অনেক গুনেছি ঢেউ
ছোট-বড় ক্লান্ত-শান্ত ওঠা-নামা,
আঘাতের পর আঘাত উন্মত্ত উচ্ছ্বাস
তরঙ্গায়িত ফেনিল স্বচ্ছতায় তর্জমা।
প্রতিদিনের তরুণ তপন উদিত পূর্বাচলে
রাঙানো গগনে কিরণমালা ঠিকরে পড়ে।
সাগরের নীল জলরাশি, অন্ধকারে মসি
আকুল-ব্যাকুল হৃদয়ে নোনা জলেই ভাসি।
নীলাম্বরী অঞ্চল ভেদ করি মিশেছে সাগর বক্ষে;
কুল কিনারাহীন দোদুল্যমান জগৎ অক্ষে।
সৃজনে সৃজনে কৃষ্টি, মিলনে দামী মণিমুক্ত,
এক হৃদয়ের কলতানে ধ্বনি সুপ্ত।
বিপুল জলরাশি তরঙ্গঘন কলকল তান;
আসা-যাওয়ার উচ্ছ্বাসে নিবিড় পরিচয়ের গান।
উত্থান-পতনে ছান্দিক সুর গায় আনন্দ গান।
সাগরের বুকে কান পেতে প্রাণ পায় প্রাণ।

Loading

Leave A Comment