কবিতা- স্বপ্নলীনা, তোমাকে

স্বপ্নলীনা, তোমাকে
– সুনির্মল বসু

 

 

স্বপ্নলীনা, তুমি একদিন যে বেদনা আমায় দিয়েছিলে,

তা আমি আজ শিমূল তুলোর মতো বাতাসে ভাসিয়ে দিলাম,

সেসব দিনগুলো আর মনে করতে চাই না,
আমার সামনে এখন রাজবাড়ীর খিলান গম্বুজ,
আমার সামনেই মিশরের পিরামিড, আইফেল টাওয়ার,

আমার সামনে নীল সমুদ্র আর সমুদ্র নীল আকাশ, আমার সামনে ঝাউ পাইনের বন,
আমার মন এখন দূরগামী, হারিয়ে ফেলেছি কৃষ্ণচূড়া রাধাচূড়ার মায়াবী দিন,

অতি দূরে কোথাও বাজছে আনন্দের বীন,
স্বপ্নলীনা, অজস্র কৃতজ্ঞতা তোমাকে, তুমি ফিরিয়ে না দিলে,

এত বড় ভালোবাসার আকাশটা দেখা হতো না, এখানে আমি নিজের মতো বেশ আছি,
অরণ্য পাখির গান শুনছি, গাছপালার ভিতর হাঁটছি, সময় আর আমাকে আর তাড়া দেয় না,
আমাকে ডাকছে আকাশ, আলো রচনা করেছে কথাকলি, ভাবছি নতুন কিছু কথা বলি,
পিছনে তাকাতে চাই না আর, তোমাকে ভালবাসতে গিয়ে অজস্র কান্নার সমুদ্র পেরিয়ে এলাম, অজস্র ব্যাথা জমে পাথর হয়েছে,
স্বপ্নলীনা, আমি উচ্চতায় যাবো, জানিনা কি পাবো,
পাহাড় পেরিয়ে কি স্বর্গ দেখতে পাবো,
নতুন করে বেঁচে থাকার আকাশ কত দূর,
জানিনা, স্বপ্নলীনা, তবুও এগিয়ে যেতে চাই,
জীবনটাকে একবার ঘেঁটে দেখতে চাই,
পাওয়া না পাওয়া যার হাতে, তিনি আছেন পাহাড়
চূড়াতে, জানিনা তিনিও তোমার মত আমাকে খালি হাতে ফেরাবেন কিনা, তবু শেষ পর্যন্ত
আমি দূর্গম পথটাকেই বেছে নিলাম।

Loading

Leave A Comment