নিশ্চুপ
– সীমা চক্রবর্তী
দিন আর রাত এখন, কেমন যেন চুপ,
ছন্দ হীন, গন্ধ হীন, যেন পোড়া ধূপ।
সাগরের জলে নেই সেই, আবেগ তোলা ঢেউ,
সুনসান লোকালয় জনপদ, কোথা নেই কেউ।
তারা জাগা নির্ঘুম রাত, লাগেনা ভালো আর,
যেন সব আচমকা ঝড়ে, হয়ে গেছে ছারখার।
নেই সেই ভালো লাগ, নেই হাওয়া’র মরমর,
নদী তীরে ফাঁকা তরী, একা ধূ-ধূ বালুচর।
ক্লান্ত মনে নেই সুর, মন-কেমনের গান,
মরে গেছে ভালোবাসা, নীরব অভিমান।
শিহরণ জাগা দিন, স্বপ্ন মাখা রাত,
নেই তারা আর সাথে, জ্যোৎস্না ভেজা স্নাত।
জানলা দিয়ে ডাক পাঠায়, রঙিন পলাশ মাস,
বদ্ধ ঘরে প্রাণটা শুধুই, ফেলে দীর্ঘশ্বাস।
কোথা সেই প্রিয়জন, শেষ গোধূলিতে,
যেন একা বেঁচে আছি, এই মস্ত পৃথিবীতে।