কবিতা

কবিতা- শিশু শ্রমিক

শিশু শ্রমিক
– শিলাবৃষ্টি

 

 

যে মেয়েটি আজ বাসন মাজে
আপনার ঘরে,
যে ছেলেটি ঐ মোট বইছে
পথের ‘পরে;
গাড়ির তলায় চিৎ হয়ে শুয়ে
যে নাট বল্টু খোলে,
কাঁপা কাঁপা হাতে কাপ ডিস আনে
দোকানে -হোটেলে!
সেই তো একটি শ্রমিক শিশু
গরীব ভাইয়ের!
সে আমাদের শিশু শ্রমিক
ভারত মায়ের।

যে বয়সে পায় অন্য শিশুরা
মা’র স্নেহছায়া,
বাবার আদরে যে বয়সে হয়-
সব কিছু পাওয়া;
যে বয়সে কেউ স্কুলে যায়
চার চাকা চ’ড়ে…
জন্মদিনের আতসবাজিতে
পয়সারা পোড়ে…
সে বয়সে হায় পায় না কেন
পাঁচ কোটি শিশু;
দুবেলা ভাত, চারটে রুটি
রাস্তার যীশু?

কল কারখানায় খাটছে যারা
সারা দিনরাত,
তেলকালিতে হচ্ছে কঠিন
কোমল দু’হাত…
আইন যাদের করতে পারেনি
বন্ধ কিছুই,
অভিশাপের ঝাঁপি যাদের
পিছু পিছুই..
তারাই হল শ্রমিক-শিশু
গরীব ভায়ের,
তারাই কিন্তু শিশু- শ্রমিক
ভারত মায়ের।।

Loading

One Comment

Leave a Reply to Jit sahCancel reply

<p>You cannot copy content of this page</p>