বসে আছি
– উজ্জ্বল কুমার মল্লিক
বহুদিন ধরে বদ্ধ আছি আমি,
হাঁফ ধরে গেছে সব কিছু দেখে,
লেখা-পড়া শেষে রুটি-রোজগারে
কেটেছে সময় কোন সে অজান্তে,
ধরে গেছে হাঁফ,ভাই! আছি বসে।
যৌবন-উপনীতে, কৈশোর-গতে,
চলেছি পথ রঙিন স্বপ্নালু-চোখে;
শত-ধারায় নেমেছে হলাহল,
করেছি পান ঐ নীলকন্ঠ-রূপে,
বোধশক্তি -হীন, তাই আছি বসে।
কালে, ঘটেছে কত পরিবর্তন,
উত্থান-পতন, ঢেউ উছলন;
মোহনায়, আমি চলি তির-তির
আগ্রহে স্থিতিশীল, হ’তে সুস্থির,
মিলন-প্রয়াসী ভাব আতিশয্যে:
হাঁফ ধ’রে গেছে ভাই! আছি বসে।