অণু কবিতা- মুক্তি দাও আমায়

মুক্তি দাও আমায়
– মানিক দাক্ষিত

 

 

খাঁচাতে বন্দী তোমার সাথে। চারপাশ
কালো ধোঁয়ায় আচ্ছন্ন। নাভিশ্বাস
উঠছে ক্ষণে ক্ষণে। চাঁদের আলোটা
শোকাতুর নিওন বাতি। জীবনের মানেটা
নিরুদ্দেশ। অনেক হয়েছে আর নয়,
মুক্তি দাও আমায়। সময়ের অপচয়
বন্ধ হোক। প্রাণ ভরে মুক্ত বাতাস
নিই, তার সাথে পাই খোলা আকাশ।
লক্ষ্মীটি ছেড়ে দাও। থাক তর্ক-যুক্তি,
স্থির বিশ্বাস—-তুমিও পাবে মুক্তি।

Loading

One thought on “অণু কবিতা- মুক্তি দাও আমায়

  1. আন্তরিক ধন্যবাদ আমার প্রিয় সাহিত্য পরিবারকে।

Leave A Comment