কবিতা- ভালোবাসার মায়াজাল

ভালোবাসার মায়াজাল
– অলোক শীল

 

 

প্রত্যেকটা লেখার শেষ লাইনে শুধুই ইতি;
হবার ছিল হয়েছে এটাই পরিণতি,

চোখের জল?
সাদা কালো না রঙ-বেরঙিন
জানা আছে কারো?

এটা সবার জানা নেই, কোনো রঙ চোখের জলের
কষ্ট দুঃখ প্রিয়জন হারোনো বা অন্য কিছু!
কেউ এগিয়ে আসে যদি মুছাতে ঘুছাতে
বিনিময়ে চাইবে স্বার্থ
বাপু বড্ড মায়াজাল ভালোবাসার
দেখা পাওয়া খোঁজা কঠিন!

চলুক আমাদেরও ভালোবাসার মায়াজাল
আজকাল বা কথা রাখার রঙিন বিকাল
চলুক! হবে তো ?
আবারো ভালোবাসার মায়াজাল….

Loading

Leave A Comment