
কবিতা- আজ বিকেলে
আজ বিকেলে
– ঋতুপর্ণা পতি কর
আজ খানিক অবসরে, বিকেলবেলা,
ভাবলাম, কাটাবো না হয় কিছুটা সময় নিজের সাথে একলা।
বসলাম এক কাপ কফি হাতে নিয়ে,
জানালার পাশে আয়েস করে কুশনে হেলান দিয়ে।
চায়ের বদলে আজ কফি কেন?
খাই, কোনো ভালোলাগার মুহূর্তে কখনো কখনো।
তোমার দেওয়া কফি মগটা সেই একই আছে,
শুধু সময়ের সাথে ভালোবাসাটা আরো গভীর হয়েছে।
বাইরে অঝোরে ঝরা বর্ষার গান,
ঘরের মধ্যে উইণ্ডচাইমের সুরেলা তান,
এই যুগলবন্দী সৃষ্টি করেছে কি অপরূপ সঙ্গীত,
ভুলে গিয়ে বর্তমান, ভবিষ্যত,অতীত,
মন চায় শুধু এই ক্ষণটুকু উপভোগ করতে,
ভালোলাগার রেশটুকু দু’হাতে আগলে রাখতে।
সঙ্গী হোক কবিতার বই এমন মধুর পরিবেশে,
কিছুটা সময় যাই হারিয়ে আজ কবিতার দেশে।
অনুভূতিরা পেয়েছে ভাষা কবির লেখনীতে,
সিক্ত হলো মন সেই বারিধারাতে।
এই ভালোলাগা শুধু অনুভবের, প্রকাশের নয়,
এক আকাশ মুগ্ধতা আজ বিকেলের সঞ্চয়।


One Comment
Piyali Majumder
Khub sundor