কবিতা

কবিতা- ঈশ্বরী নয়,মানবী হতে চাই..

ঈশ্বরী নয়,মানবী হতে চাই..
– পারমিতা ভট্টাচার্য

 

 

শরীর জুড়ে নোনতা ঘামের প্রপাত, উশ্রী আদলে,
বুকের উপত্যকায় সাজানো থাকুক একটা দীর্ঘ..অতি উতরাই দিঘলশ্বাস..
মাটি যেমন ঝরা পাতা বুকে চেপে রাখে,
শিকড় যেমন মাটি!!
স্রোত বুকে চেপে স্বচ্ছতোয়ার
প্রতিটি পাহাড়ি বাঁক নগ্নতা ঢাকে
অরণ্যের অন্তরালে, একলা…

চোখের নিচে ঝড় উঠেছে…
ভেঙে যাচ্ছে অহংকারের ছাউনি…
পাল ভাঙা, হাল ভাঙা নৌকায়
টালমাটাল পোষাকী নামের বৃন্ত..
খুলে যাচ্ছে রাত পোশাকের কিশোরী রিবন
পেলবতা মেখে উদ্ধত ঘুঙুর
ছিনিয়ে নিচ্ছে জ্যোৎস্না বিছানো সুখ..
ধূপের গন্ধেরা মেতে উঠছে
ভরা কোটালের মাদকতায়..

প্রতিটা ভাঙ্গন শেষে পলি জমে মনে,
ঘুরে দাঁড়াবার শেষ খুঁটি ভেঙ্গে গেলে
গিলে খায় নোঙরের অবসাদ…
আর একটা নিখুঁত তারা খসা দেখতে দেখতে…
আর এক পেগ শিহরিত বাতাস হাতে নিয়ে
আমি ঈশ্বরী নয়, শুধু মানবী হতে চাই..

Loading

Leave A Comment

You cannot copy content of this page