আমার আমিকে
– উজ্জ্বল মল্লিক
আমার আমিকে সামলে রাখি
বেফাঁস বোল না, করি তোয়াজ,
গোপন কথাটি রাখো গোপনে
নতুবা—অপযশ একরাশ।
স্বাধীনতা লিখিত সংবিধানে
বাজখাঁই অক্ষরে কী -সুন্দরে!
করে লড়াই লোকে নির্বাচনে,
আহা! গণতান্ত্রিক রীতি মেনে।
ফাঁক নেই, রীতিনীতিতে ত্রুটি
আসলে সব ফাঁকি, বুজরুকি
প্রতিবাদী হলেই তুমি বাগী,
হাজত-লেপসি জেনো নিয়তি।
দেশ-নেতার হয়েছে কী শাস্তি!
শুধু ভর্ৎসনা, সব চালাকি,
থাক তবে গা ভাসিয়ে তেমনি
কেবল দেশের আচার মানি:
গণতান্ত্রিক বাবা! গড় করি,
ভজি কেবলই তোমার ছবি।
খুব সুন্দর লিখেছেন কবি দাদা