কবিতা

কবিতা- নিস্পলক রাতে…

নিস্পলক রাতে…

-অমল দাস

 

 

আমি এ গভীর রাতে নিস্পলক চেয়ে আছি খাতায়,

আশা নিভু নিভু চাঁদ যদি ধরা যায় সাদা পাতায়!

ঝিঁঝিঁদের শোকের চিৎকার -কবে চলে গেছে কেউ,

জানি না কেন পূর্ণিমায় মরা গাঙে জেগে ওঠে ঢেউ।

আমার পূর্বপুরুষদের তরে জোয়ার আসেনি কোনো,

ফিরে চায়নি তাঁরা কেউ- আজও গোপনে ঘুমানো।

ঈশান কোণে এক চামচিকা উড়ে যায় কিসের সন্ধানে,

কলা পাতায় হাওয়া দোলে যেন কিছু বলে মনে মনে।

শুনতে পারি না! আমি ডুবে আছি একার গভীরে,

শিশিরের দুঃখ জমে রাত জাগা যত ঘাসের উপরে।

বাতিহীন গেঁয়ো পথে নেই আমাদের জোনাকির আলো

যেভাবে রাত নামে- দিন চলে ফলাফল দেখি কালো।

 

আঁধার গহ্বরে বসে আছি অথচ আঁধার ঘিরেছে আমায়,

দেখি নির্ভীক কান্ডারী বৈঠা লয়ে ছোটে রুজির আশায়।

পথ-পিছে মৃদু পায়ে ছায়া রূপে কে যায় তার সাথে,  

আমি চিনি-না চিনতেও চাইনা তাকে কোন অজুহাতে।  

আম কাঁঠালের পাতাঝরা মর্মর ধ্বনিতে শিহরণ জাগে

এই রাতে। অজানা প্রাণীর ডাক -তারা ডেকেছিল আগে? 

প্রশ্নেরা বাসা বাঁধে যেমনই দেয়ালে বাঁধা মাকড়ের জাল,  

সবুজ মাঠের দুগ্ধধানের গন্ধ এসে অংশত মৌন মাতাল

করে যায় আমায়। আমি শুধু চিরদিন খুঁজেছি তোমাকে

আপনার মনের গহীনে। তুমি আড়ালেই রেখেছ নিজেকে,

আসোনি আজও ক্যানাভাসে। আমাদের মাঠ ঘাট খালে

সেগুনের বনে তোমায় খুঁজে নেব হয়তো কোন এক পলে।

Loading

6 Comments

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page