সম্পৃক্ত সেতুযোগ……
– পারমিতা ভট্টাচার্য
বুঝলেই না,তোমাকে এখনও কেউ আজন্ম চায়
জল ছুঁয়ে হয়তো কোনও বৈঠা,হলুদ চিঠি হাতরায়
“ভালো থেকো” জানি বলা বড় সোজা
কঠিন তো জীবনের অভিমুখ খোঁজা
তবু বলি “বাঁচো” জীবনেরও আছে মানে
নদীর নরম ছোঁয়ায় যেমন পাহাড় বাঁচতে জানে!!
অভিমান! সে তো শার্সিতে গড়ানো জল
চলে গেলে কে বলবে “ভালবাসি!” বল…
কে আমায় চেনাবে স্পর্ধিত কবিতার ওম
এখনও হাতছানি দিয়ে ডাকে, একাকী প্ল্যাটফর্ম
চেতনার অবগুণ্ঠন জুড়ে মৃত্যু নয়, জীবনের কলতান
ব্যস্ততা মেখে একা হেঁটে চলে পথ,শুনসান
একা তো সবাই;পাহাড়, নদী, দুঃখ, বৃক্ষরাজি
একচিলতে সুখ মেখে সারাজীবনের দেঁতো হাসি
নিকোটিন ফুৎকারে মাপো কোন অভিমান?
খোঁজ রেখো তার; মনিকর্নিকায় আঁকা থাক অভিজ্ঞান
বৃষ্টি মেখে তুমি মেঘমল্লারে ভাসাও যত শোক
কবিতার প্রতিটি অক্ষর আজ ব্যাকুলতা মেখে শুধুই তোমার হোক….
একমুঠো খইয়ের আগে আসুক অনুরণিত ডাক,সম্পৃক্ত সেতুযোগ..