কবিতা

কবিতা- কিম আশ্চর্যম

কিম আশ্চর্যম
– সঞ্জিত মণ্ডল

 

 

কিম আশ্চর্যম অতঃপরম বলছি সবাই শোনো,
বিশ্বাস নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর ফেরে না জেনো।
কাপড় কপাল এক নয়কো তবু্ও যখন খোলে
যার খোলে সে বুঝতে পারে অন্তরাত্মা দোলে।
সম্মান আর ভালোবাসা অর্জন করতে হয়–
মেঘ আর কুকুর যখন ডাকে শুনুন মহাশয়।
বাচ্ছা হোক আর দুশ্চিন্তা হোক সময় হলেই বাড়ে,
জিরাফ গলা রোগের পালা লম্বা করেই ছাড়ে।
হাসা হাসি প্রতিবেশী এমনিতে প্যাক দেয়
ফাটা আয়না আর ফাটা ডিম জোড়া সহজ নয়।
সুন্দর মন আর সুন্দর বন দুটোই যে লোপ পায়,
সাগর আর মানুষের চলন জোয়ার ভাঁটায় ধায়।
জন জামাই ভাগনা জেনো কারোর আপন নয়,
অফিস বস আর কর্মচারী কেউই কারো নয়।
জ্যোতিষী আর নেতারা সব হাত যশেতে খায়,
বাঁশের চেয়ে কঞ্চি দড়ো ভাবুন মহাশয়!
ছোটো বড়োর ভালোবাসা ক্ষণিক স্থায়ী হয়,
অগ্র পশ্চাত ভেবে তবে বিয়ে করতে হয়।
জীবন বড়ো বিচিত্র আর মানুষ যে কী চায়,
মানুষ হলো সেই রকম জীব পড়েও উঠে দাঁড়ায়।
দিন দুনিয়ার মালিক যে জন সবার ভালো চায়,
সবাই কি তাই বুঝতে পারে অন্ধকার হাতড়ায়।

Loading

One Comment

  • Sanjit Kumar Mandal

    আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভ কামনা জানাই প্রিয় বন্ধুরা। আলাপী মন পরিবারের সকল সদস্য বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দ।

Leave A Comment

You cannot copy content of this page