কবিতা

কবিতা- ওদের খাদ্য দাও!  

ওদের খাদ্য দাও!  

-অমল দাস

 

 

পুরনো মন্দিরে ঈশ্বর জাগ্রত খবর রটেছে,  

লম্বা লাইন গলি পথ ধরে রাজপথের দিকে।

শেষের পরে আবার শুরু

  শেষ নেই যেন তার।

শত সহস্র জয়ধ্বনি আর শঙ্খ নিনাদের কোলাহল।

যে যতটুকু পারে ঈশ্বর ভাগ করে নিতে ছুটে আসে-

সাজানো নৈবেদ্যর থালিতে, ফুল-চন্দনে।

ঈশ্বর… তুমি কার?

কতোটা পাওনায় কতো অংশ বরাদ্দ কারোও জন্যে?

 

ভিড় ক্রমশ বাড়ে, ক্রমশ শ্লথ পড়ে যায় গতি

যেখানে ধৈর্যের বাঁধ ভেঙে জল আসে,

সেখানে পয়সায় সম্মতি।

হে ঈশ্বর তুমিও বিক্রিত,

  বিকৃত মননে।

 

ঈশ্বর জাগ্রত খবরে লম্বা লাইন গলি পথে ধরে রাজপথের দিকে।

 

হে, ঈশ্বর তুমিও কি মন্বন্তরের রুগ্ন ছায়ায় শ্বাস নাও?

ক্ষুধায় তুমি জাগ্রত?

 এতো ভোজের সংগ্রহশালা কোথায়?

লাইনের শেষ প্রান্তে একবার চেয়ে দেখো!

একটি অভুক্ত দেশ দাঁড়িয়ে আছে কোটি কোটি মৃত কোষের দেহে

ওরা মরে যাবে! ওদের খাদ্য দাও!   

তুমি তো ঈশ্বর!

নিজের উচ্ছিষ্টাংশ খাওয়াতে পারো না ওদের?

ওরা মরতে মরতে বেঁচে যায় তাহলে…

ওদের খাদ্য দাও….   

Loading

2 Comments

Leave a Reply to Satyadeb PatiCancel reply

You cannot copy content of this page