ভাষা
– মানিক দাক্ষিত
ভাষা হাসায় ভাষা কাঁদায়
ভাষা সর্বনাশা।
ভাষা আবার মনেতে দেয়
গভীর ভালবাসা।
ভাষা করে পরকে আপন
আপন করে পর্।
ভাষাই বাধায় দক্ষযজ্ঞ
মনেতে আনে ঝড়।
ভাষা ঘটায় বিরহ মিলন
ভাষা আনে রাগ।
ভাষা মনের বড় ওষুধ
মিষ্টি মধু সোহাগ।
এসো আমরা সবাই মিলে
মিষ্টি করি ভাষা।
জিভের আগায় লাগাম টানি
বাড়ুক ভালবাসা।