
কবিতা- প্রজাপতি ও তুমি
প্রজাপতি ও তুমি
– সুশান্ত দাস
হে নাবালিকা তুমি সজীব প্রকৃতি,
তোমার বক্ষ মাঝের প্রস্ফুটিত হতে থাকা
ফুলের কুঁড়ির সুবাস মাখতে চাওয়া বাতাস,
স্পর্শ গন্ধের অপেক্ষায় থাকা আকাশ।
নির্বোধের হৃদয় অন্তপুরের প্রকৃত চাওয়া,
আমার অজানা আবছা অপরাধ।
দূরন্ত দুপুরের অচেনা অবহেলা,
অনেকটা বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেল বেলা।
যদি বাড়িয়ে দাও আলগা বাহুদয় আনমনে,
আমি প্রজাপতি হতে পারি প্রেমেরই গানে।


2 Comments
Anonymous
খুব সুন্দর
Anonymous
ধন্যবাদ