বৃষ্টিতে ভিজি
– সুমিত মোদক
এক আঁচলা জল ছিটিয়ে দিয়েছি
তোমার ঠোঁটে;
তুমি খিলখিল করে হেসে উঠলে;
সঙ্গে সঙ্গে শুরু হল শ্রাবণের বৃষ্টি;
ঝম-ঝম ঝম-ঝম..
এসো আজ বৃষ্টিতে ভিজি;
এসো আজ ধুয়েনি অতীতের দিনলিপি,
বিবর্ণ স্বরলিপি, অভিমান যত;
এসো আজ বৃষ্টিতে ভিজি;
ওই দেখো জটারদেউল আজও কিভাবে
দাঁড়িয়ে আছে একা;
কিভাবে একের পর এক বলে চলেছে
গঙ্গারিডি সভ্যতার কথা,
ধ্বংসের কথা;
সেও ভিজছে তোমার আবেগে,
তোমার ভালবাসায়;
আর আমি হয়ে পড়ছি মণিনদী,
বাদাবন;
জটিল অঙ্ক কষা মানুষগুলো
এখনও অঙ্ক কষে;
এখনও ছড়ায় বিষবাষ্প দিকে দিকে;
অথচ, মৃত্যু ভয় ভিতরে ভিতরে কাজ করে;
দরজার সামনে দাঁড়িয়ে থাকে
গভীর থেকে গভীর অন্ধকার;
ওদেরও জন্য বৃষ্টি নামাও এবার,
ঝম-ঝম ঝম-ঝম …
বাহ্ ভাল লাগার কবিতা