দিনবদল
– সজল মান্না
মাঠের মাঝে, গগনতলে, একাকী বিকালে,
নিভৃতে ছিলাম বসে।
সূর্যাস্ত তখনো হয়নি, তবুও সন্ধ্যা নামার আগে,
ধ্রুবতারা উঠলো মাঝ আকাশে।
দেখতে থাকি তারে আমি একদৃষ্টে
আকাশ পানে চেয়ে।
তখন কেউ কোথাও নেই, কিছু তুলোর মতো মেঘপুঞ্জ
রয়েছে আকাশ ছেয়ে।
দিগন্তের সুদুরপ্রান্ত হতে আজও ভেসে আসছে
সুমধুর একতারাটির সুর,
একান্তে বসে জীবনের পথে বাউল এর মন হয়তো
আজও উদাস, বেদনা বিধুর।
হয়ত তার আবারো আজ মনে পড়ছে বাড়ির কথা,
মনে পড়ছে শৈশব।
যখন সে ছোট্ট ছিল, আদর পেতো মায়ের কোলে,
তখনো হয়নি সে বৈষ্ণব।
একদিন তারও ঘর ছিল ভালোবাসার মানুষ ছিল
ছিল অর্থ প্রতিপত্তি।
প্রিয়জনের বিশাসঘাতকথাই নিঃশেষ করেছে তাকে আজ
নেই থাকার জায়গা একরত্তি ।
বাবাকে সে দেখেনি কোনোদিন, মা তাকে ছেড়ে গিয়েছে
যখন সে ছিল বালক।
ভালোবাসার মানুষটি তাকে ত্যাগ করে, যখন সে হারায়েছে
তার বাহুল্যতা আর চমক।
আজ সে একা, কিন্তু এই ধ্রুবতারার মতো
সে উজ্জ্বল, নিষ্প্রভ মোটেও নয়।
এমন সময় তাকিয়ে দেখি অনেক তারা
আকাশে জুড়ে একা তো কেউ নয়।
তাই বাউল তুমি পেয়ো নাকো ভয়
দিনবদলের দিন আসবে নিশ্চয়।