কবিতা- বাঘ বিধবা

বাঘ বিধবা
-সঞ্জিত মণ্ডল

 

 

বাঘ বিধবা শুনেছ কেউ আশ্চর্য সে কথা-
স্বামী হারা পতিব্রতা খুঁড়ে মরেন মাথা।
অনেক কষ্টে সংসার চলে উপার্জন নেই কিছু-
অভাব অনটনেও নেয় বাঘ বাবাজী পিছু।
মাছ, কাঁকড়া, মীন ধরে ছাকনি জাল টেনে-
শামুক, গেঁড়ি, গুগলি তোলে মাছের বিহনে।
জল জঙ্গল পোকা মাকড় বাদাবনে বাস-
পেটের দায়ে এটা ওটা কুড়ায় বারো মাস।
জলে কামট কুমির থাকে তবু নামতে হয়-
বনের বাঘও জলে নেমে মানুষ তুলে খায়।
বাঘ বিধবা তারাই যারা স্বামীকে হারায়-
যার স্বামীকে খায় বাঘা, তারে বাঘ বিধবা কয়।
অতি করুণ সেই কাহিনী চোখের জলে স্নান-
পেটের টানে বাদাবনে মাছ ধরতে যান।
বাঘের পেটে দারুণ ক্ষিদে তারাও খাবার চান-
নিঃশব্দে ঘাড় কামড়ে বাঘা বনে ঢুকে যান।
সঙ্গীরা কেউ দেখতে পেলে লাঠির বাড়ি দেন-
তাতে কি বাঘ কেয়ার করে টেনে নিয়ে যান।
মউলিরা মউ চাক ভাঙতে সুন্দরবনে যান-
দক্ষিণ রায়কে পুজো দিয়ে মানত করে খান।
জঙ্গলে বাঘ লুকিয়ে থেকে আড় চোখে তাকান-
সুযোগ বুঝে ঝপাৎ করে ঘাড়টা মটকে দেন।
বাঘ বিধবা কাঁদে তখন বাতাসটা খান খান-
নিয়তিকে দোহাই দিয়ে কপালটা চাপড়ান।
কপাল চাপড়ায় বাঘ বিধবা দীর্ঘ নিঃশ্বাস পড়ে-
সাপের লেখা বাঘের দেখা গণক বিচার করে।
বাঘ বিধবার দুঃখের কথা হলো সমাপন-
জলে কুমির ডাঙায় বাঘ তার নাম সুন্দরবন।

Loading

2 thoughts on “কবিতা- বাঘ বিধবা

  1. আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই

Leave A Comment