কবিতা

কবিতা- তোমার নামে..

তোমার নামে..

-অমল দাস

 

 

আমি ভুলে যাওয়া অতীত পথে,

আবার একবার ফিরতে চাই!

যদি পথ দেখিয়ে আমার হাত ধরো!  

আর যদি বলো ‘তোমাকে চাই…’

আমি অনন্ত পথ কবিতা লিখবো তোমার নামে,

পথিকের তরে ছায়া রেখে যাবো এই সংগ্রামে!  

 

আমি মেরু বৃত্তীয় বলয় হয়ে-

হিমশৈলের সাগর ছাড়িয়ে,  

গঙ্গার কিনারে এসে থামতে চাই!  

যদি কলসি কাঁখে দাঁড়াও এসে,

অছিলায় ভিজে যাও প্রেমের বশে;

আমিও শূন্য পাত্র ভরিয়ে দেবো তোমার নামে,

স্বাদু জলের এক হ্রদ রেখে যাবো তৃষিত গ্রামে!   

 

আমি মৃত্যু নিয়ে এ গ্রহের ’পরে

জাতিস্মর রূপে জন্ম নেবো!

আবর্তের এই চক্র যানে-  

যদি তুমি আমায় চিনতে পারো,

যদি শুরুর চেয়েও গভীর ভাবে

আমার স্পর্শেন্দ্রিয়ে বসত গড়ো!  

আমি নীলাম্বরে পুষ্পতরীর ছন্দ ভাসাবো তোমার নামে,  

জীবিতের তরে জীবন রেখে যাবো এই সংগ্রামে। 

 

 

Loading

2 Comments

Leave a Reply to AnonymousCancel reply

You cannot copy content of this page