কবিতা

কবিতা- পরজন্ম

পরজন্ম
– উজ্জ্বল দাস

কেবল আমায় প্রশ্ন করো
পরের জন্মে থাকবো নাকি!
কেবল আমায় প্রশ্ন করো
তোমার সুরে বাজবো নাকি।

কেবলই বলো, পেলাম না তো
তোমার হয়ে থাকতে পুরো,
কেবলই ভাবো তোমার কাছে
নামেই প্রেমিক, এক বেসুরো।

এই জন্মে তোমার চাওয়ায়
হয়তো কিছু খামতি ছিলো, জানো-
এই জন্মে তোমায় পাওয়া
হয়তো বেশি স্বস্তি দিলো, জানিনা।

পরের জন্মে প্রথম থেকেই
আমায় তুমি রাখবে কিনে,
এই জন্মের জন্ম দাগটা
গোপন ঘরে রাখবে চিনে।।

এমন করেই আর কটা দিন
পার করে দাও দগ্ধ হয়ে
পর জন্মের দায়িত্বটা
বইবো দুজন, রয়ে সয়ে।

তোমার হয়েই পিটপিটিয়ে
থাকবে চেয়ে চোখের পাতা,
তোমার জন্যে মেলবে পাখা
অলীক কুসুম কল্পনাটা।

এবার তাদের মুক্তি দিলাম
যোজন ক্রোশ বা আরো দূরে,
চোখের পলক স্থির হয়ে যাক
বাষ্প জমা গেলাস জুড়ে।

পরের জন্মে কথা দিলাম
প্রথম থেকেই থাকবো দুজন-
কথা দিলাম এই জন্মের
ভুল বোঝাটা মুছে নিয়ে-
আলতো করে আকাশ টাতে
হাঁটবো দুজন গা ভিজিয়ে।

Loading

2 Comments

Leave a Reply to Pijush Kanti DasCancel reply

<p>You cannot copy content of this page</p>