কবিতা- হুজুর বাঙ্গালীর ভবিতব্য

হুজুর বাঙ্গালীর ভবিতব্য
– উজ্জ্বল মল্লিক

 

 

জাতীয় উৎসব চলছে সারা দেশ জুড়ে,
মন্ত্রী, সান্ত্রী, অমাত্য সবাই পুজোর আমেজে
রাস্তার পাশে পড়ে থাকা শিশুর চীৎকার
দিয়ে চলে চাপা, উল্লাস-মত্ত বাদ্য-
ঝঙ্কার।

দুর্গা-মা এসেছেন দেশে আনন্দ-বার্তা লয়ে
আলোর চমক আর কাশের সুবাস ভরে,
কাগজ কুড়ানি মেয়ের কাঁধে বিরাট ঝোলা
নেই তার কোন হেল-দোল, রুক্ষ চুলে খোলা।

মা এসেছেন মণ্ডপে, সোনার মুরতি সাজে
হুজুগে বাঙ্গালী দেখি ভিড় করে ধেয়ে মত্তে ;
শিশুর মা ‘ভিগ্-মাগে’ শিশুর দুধের লাগি,
উৎসবে মত্ত, নেই কাল শোনার সে আর্তি।

কোলে লয়ে, মা ও শিশুর গর্জিত অভিমান
এতো বৈভব, তবু আমাদের জোটে না ফ্যান;
মরতে বসেছে শিশু, না পেয়ে বুকের দুধ
পুজো-প্রাঙ্গনে কালো হয় দুর্গা-মায়ের মুখ:

অভিশাপে মা, থাকুক অধরা তোদের সুখ।

Loading

Leave A Comment