কবিতা

কবিতা- চেতনায় দ্বন্দ্ব.

চেতনায় দ্বন্দ্ব…
-মঙ্গল মণ্ডল

ও কি জানে আর কি জানে না
তা নিয়ে চলে দ্বন্দ্ব ,
একদিন কত ভালোবাসা ছিল
কত ভক্তি ছিল মনে
তাই বোধহয় আনন্দটা ছিল প্রাণে ,
বড় হয়েছে সে
চিন্তা ধারায় বদল এসেছে অনেক
জড়িয়ে পরে নিজের কাছে হাজার তর্কে ,
রেগে কতবার মাথা ফাটায়
কেন-কি-কোথায়-কবে ইত্যাদির প্রশ্ন
তাকে মারছে রোজ
তাই ফিরতে চায় সে শিশুকালে,
উচিত অনুচিত এর দ্বন্দ্বে আনন্দ ভুলেছে;
যতদিন ভক্তি সাগরে ছিল রাবণও ছিল মুক্ত ,
ঈশ্বর আনন্দ ছিল তাঁর কাছে..
যেদিন তর্কে ভক্তি হারাল
সেদিন থেকেই হয়েছিল অসুর রাবণ..
শান্তিতে থাকতে পারেনি সেও
রোজ রাগ অহংকার অভক্তি আনত,
আনন্দ হারিয়ে তাঁকেও হারাতে হল জীবন..

Loading

Leave A Comment

You cannot copy content of this page