ঝাড়বাতি আমলকির কথা
– পারমিতা ভট্টাচার্য
অনিমেষ অপেক্ষা করে পথ
পায়ের নূপুর কখন পড়বে খুলে তার বুকে!!
এক যে আছে মেঘমল্লার মৌনতা
যার শরীর জুড়ে রোদের আঁকিবুকি
জাফরিকাটা বাতাস খুঁটে বাঁধে আমলকি ঝাড়বাতি
পথ হয়তো নূপুর বুকে ধরে
যক্ষপ্রিয়ার হৃদস্পন্দন মাপে ঊনকোটি,
কাদা মেখে নবাবী মেজাজে কোন উড়োখাই পথিক!
শ্রাবণ রাত অঝরধারা মেখে মাদকতা মিশিয়ে
মেঘের হাতে পাঠাবে অনুচ্চারিত শব্দ বাহার
আমি একটা পানসি পেলেই
পাড়ি দেবো নক্ষত্র সমাহারে……
নদীর বুকে বালিয়ারির ঝুপ করে আত্মসমর্পণ
আর ঢেউয়ের শীৎকারে
একটা তারা খসে পড়বে গ্যালাক্সির গা ঘেঁষে
পথের শুরুটা একা পা ভেজালেও
মাঝ পথে আসবে অরণ্য সংহার গন্ধ
দুয়ে দুয়ে চার মেলেনা পাথরকুচির গালিচায়
তাই বলে ছাইদানি রাখবনা জীবনের চৌরাস্তায়!!