ঐ মেয়েটা
– সৃজিতা ধর
অন্ধকারে ঠেলছো যাকে
সেই মেয়েটিও বাঁচতে চায়
আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে
ডানা মেলে উড়তে যায়।
সেই ডানাটি সমাজ নামক
বিষাক্ত এক ছুরির কোপে
গাত্রবর্ণের অভিশাপে
সমাজেই তাকে দিয়েছে সঁপে।
“গায়ের রঙে কি যায় আসে”
কথাটি যদি সত্য হয়
সেলাই করা মুখে সেই
“সত্য” বলার ভীষণ ভয়।
একলা থাকায় সবাই বলে
মেয়েটা বড্ড একাচোরা
সমাজ নামক কষ্ট দিয়েই
মেয়েটার পুরো পাঁজর মোড়া।
কখনো হাসে কখনো কাঁদে
কখনো থাকে চুপটি করে
কেউ বোঝে না সবার থেকে
ক্রমেই সে মেয়ে যাচ্ছে সরে।
যে যার মতো শোনায় কথা
যে যার মতো ভুল বোঝে
ঐ মেয়েটা বাঁচার জন্য
শক্ত কোনো হাত খোঁজে।