ভগবানের দাস মারা গেছে
-পলি ঘোষ (বৃষ্টি)
কান্নায় ভেঙ্গে পড়ছে বিশ্ববাসী
কাঁদছে সমগ্র জাতির মানুষ।
কাঁদছে গোপনে বিরহে
ঘর, বারান্দা, উঠোন তৃণলতা, পশু, পাখি, মাঠ ঘাট, পাহাড় নদ নদী।
বাতায়নে ভাসছে বিরহের কবিতা।
কাঁদছে গোপনে সবাই একাকী নির্জনে।
নিশি রাতের অন্ধকারে মৃত্যুতে ঢলে পড়েছে ভগবানের দাস।
কি আশ্চর্য অনুভূতি আকুলতা অনুভব,
মৃত্যুর পর’ও সে হেঁটে চলেছে একা পথে
সুগন্ধি শয্যায়।
প্রেমের টানে আটকে গেছে তার লেখা মিষ্টি শব্দ।
চারিদিক থেকে বাতাসে লাশের গন্ধ ভেসে আসছে আমার আঙিনায়।
উঠছে হরিধ্বনি
বলো হরি হরি বোল
সুপ্রভাত সন্দেশ পড়ে আঁতকে উঠবে স্বজন পরিবার।
ভগবানের দাসের মৃত্যু সংবাদ দেখে।