কবিতা- স্বপ্ন সায়রে

স্বপ্ন সায়রে
– অমিতাভ সরকার

 

 

কবিতা তোমার মনের মতো চলতে ছিল,
আলপনাতে গল্প তোমার আঁকা ছিল।
নিঝুম রাতের আকাশ ভরা তারা তাতে,
চাঁদের ঢেউয়ে নৌকো, রাজপুত্তুর সাথে।
জানলা খোলা ,পালঙ্ক ভরা চাঁদের আলো,
স্বপ্নগুলো নিবিড় ঘুমে চোখ জুড়ালো।
ঘুমের ঘোরে এপাশ থেকে ওপাশ হলাম,
আমার পাশে রাজপুত্তুর ঠাহর পেলাম।
নিশুতি রাত, রাতের পাখি ঘুম ভাঙাল,
স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেল।
প্রেমের স্বপ্ন মধুর ছিল মাঝরাতে,
বসন্তের রঙিন গন্ধ তার সাথে।
বাঁশ বাগানে জোনাক জ্বলা উতল ছিল,
হাসনুহানা গন্ধ ছড়িয়ে নিরব ছিল।
রাজপুত্তুরের মুখটা চোখে ভেসে এলো,
দেখতে দেখতে পাখির ডাকে প্রভাত হল।

Loading

Leave A Comment