Site icon আলাপী মন

কবিতা- হারবে অসুখ

হারবে অসুখ

-দেসা মিশ্র 

 

 

চিঠির পাহাড় জমতে থাকে,
সময় কে ও..  সাক্ষী রাখে,,
তোর বাগানে ফুটল না ফুল ,
ভাঙল না ভুল,  এই অবেলায়।

সোজা পথ তোর অচেনা,
আমি ও বেশ অসহায়
এবারে বল তো দেখি
ভুলাব কোন ছলনায়?

ভাবি বেশ দূরে যাব
তবু ও কাছে আসি,
মনে হয় রাগ দেখাব
তবু ও ভালোবাসি ।
মনের ও লুকোচুরি

কঠিন কাঁদা  – লাজুক হাসি।

এবারে শেষ কর না খেলা
যতো সব  অবহেলা
দে না ছুটি.. চল যাই
নতুন রূপে কদম আমি,
তুই দোপাটি…

নে এবারে হাত ধরে নে
নইলে হারিয়ে যাবি,,
অনেকেই হাত বাড়াবে
তুই কি ছায়া পাবি?

নে দেখি  মেল তো ডানা
মেঘে দের সঙ্গে যাবি,
আকাশে খুশির চাবি..
সহজেই মুক্তি পাবি।

এখানে কেবল বাঁধন,
মস্ত শিকল.. ফল বে না ফল।
ক্ষয়বি মনে মনে,
আপনজনেই করবে অচল।
তার চেয়ে তারায় তারায়
দল বেঁধে নিই,
সুর সেধে নিই,
জীবন সাজাই।

পৃথিবীর মস্ত অসুখ,
নষ্ট গাছে প্রেম বুলিয়ে
ওষুধ ফলায়। 

Exit mobile version