Site icon আলাপী মন

কবিতা- নিখুঁত স্পর্শ

নিখুঁত স্পর্শ
– দেসা মিশ্র

 

 

রাত হেঁটে যায় রুম ঝুম ঝুম নূপুর পরে,
তারার চিঠি হেসে ওঠে উঠোন জুড়ে।

একলা মেয়ে শান্ত মনে, শূন্য মাপে
বুকের বামে এলো চুল আগলে রাখে।

যে হাতটা করতো আদর ঢাকতো চাদর ঘুমের ঘরে,
নোনা জলের ওজন ভারী
সেই হাতটা অনেক দূরে।

মা গো তুমি সূর্য চাঁদে প্রতিটি দিন এসো,
ওই আঁচলের গন্ধ মেখে অনেক ভালোবেসো।

কে বলেছে নেই তুমি নেই?
আমি বড্ড একা।
বই এর পাতার শব্দ সেজে দাও যে তুমি দেখা।

খেলার সাথী রেগে গেলে,
এসে গুটি ধরো,
আমায় তুমি জিতিয়ে মাগো ইচ্ছে করে হারো।

যেই না ফোটে গোলাপ চাঁপা কিংবা তরুলতা,,
গল্প গানে ভুলিয়ে দাও আমার নীরবতা।

বেশ তো আমার দিন কেটে যায়, রাত নেমে যায় চোখে,
তুমি এসে স্বপ্নে আমার
চুমু দাও এই মুখে।

Exit mobile version