কবিতা

কবিতা- অ- শাস্ত্রীয়

অ-শাস্ত্রীয়
– সঞ্জিত মণ্ডল

 

 

ভুলটা করতে চাইনি বন্ধু তবু ভুল হয়ে যায় জানি,
বলি, ভুল হলে ক্ষমা করে দিও ভুলের স্বীকার মানি।
ভুল কেন বলি অ- শাস্ত্রীয় যে শাস্ত্রের এই বাণী,
ধর্মপিতা যে নিজ পিতা নয় সেকথা সকলে মানি।

এমন অনেক ধর্ম রয়েছে দেখে লাগে বড়ো ভয়,
ধর্ম মা হলে কি হবে বন্ধু জন্মদাত্রী নয়।
নিজ পুত্রকে আত্মজ বলি কতো না স্নেহের হয়,
ধর্মপুত্র বাবা ডাকে বটে আপন পুত্র নয়।

ভাই ভাই করে আত্মহারা যে সহোদর বলে জানি,
ধর্ম ভাই যে সহোদর নয় সেকথা সকলে মানি।
দিদি বোন হয় কতো আদরের সহদরা তাকে বলে,
ধর্ম যুক্ত দিদি ও বোন কি সহোদরা কোনো কালে?

এমনি করেই ধর্ম যুক্ত কাকা জ্যেঠা খুড়ো খুড়ি,
আপন নয়কো কেউ তারা যেন সবই কল কাটা ঘুড়ি।
ধর্ম যুক্ত মাসীমা পিসিমা তারাও আপন নয়,
ধর্ম বন্ধু পাতানোটা জানি অতোটা সহজ নয়।

কিন্তু ধর্মপত্নীরা জেনো একেবারে আপনার,
তার বেলাতেই ধর্ম সদয় আর কারো বেলা নয়।
কি করে বিচার করলো ধর্ম সে কথা কে আর বলে,
নিজ পিতা মাতা ভাই বোন দিদি ধর্ম মতেই চলে।

সকল ধর্ম মেনেও যখন কেউ আপনার নয়,
তবে কি ধর্ম বাবা মা ও ভাই বোনেরা নকল হয়!
কি করে এমন ভাবনাটা এলো সে কথাটা বলি শোনো,
ধর্ম নিয়েই বাড়াবাড়ি করা মানতে পারিনা জেনো।

ধর্মের কাজ ধারণ করা যে ঘৃণা ছড়ানোটা নয়,
ধর্ম মানেই সাত্ত্বিকভাব মন প্রফুল্ল হয়।
মন যদি হয় সংশয়হীন শান্ত নম্র ধীর,
এই পৃথিবীতে স্বর্গ রচনা করে যায় সে সুধীর।

Loading

3 Comments

Leave a Reply to Sanjit Kumar MandalCancel reply

You cannot copy content of this page