কবিতা

কবিতা- বাতের ওষুধ

বাতের ওষুধ
– সঞ্জয় বন্দ্যোপাধ্যায়

 

 

আমার মা আর আমার পিসি
সত্তরেতে পা,
গাঁটের বাত আর হাঁটুর ব্যাথায়
নড়তে পারেন না।
ওষুধ বিষুধ চলছে কত
কত মলম gel,
তারসঙ্গে চলছে মালিশ
ব্যাথা কমার তেল।
রোগ সারাতে ছোটেন তাঁরা
দেশ জুড়ে বারবার,
উত্তর আর দক্ষিণেতে
সব ডাক্তার পার।
MRI আর X-RAY plate এ
ব্যাগ উঠেছে ভরে,
গাঁটের বাত আর হাঁটুর ব্যাথা
যাবার নাম না করে।
কিন্তু দেখি প্রতি বছর
ঘটে Miracle,
যেই না আসে দুর্গাপূজা
কিংবা চৈত্র সেল।
হঠাৎ করেই মা আর পিসির
হাঁটুর ব্যাথা হাওয়া,
তাঁরা তখন লাফিয়ে চলেন
যায় না নাগাল পাওয়া।
দোকান থেকে দোকানেতে
খুঁজে চলেন শাড়ি,
জামা কাপড় বেডকভার আর
জিনিস রকমারী।
সফ্ট ঢাকাই না বালুচরী
নাকি কলমকারী,
কাঞ্জিভরম সাউথ সিল্ক ও
পছন্দসই ভারি।
খুঁজতে এসব তখন তাঁদের
টাট্টু ঘোড়ার চলা,
শপিং মলে লাফিয়ে ওঠেন
এক থেকে তিন তলা।
ভাবি মনে হায়রে কপাল
ওষুধ হলো ফেল,
মুখে কালি মাখলো মলম
ব্যাথা কমার তেল।
শপিং এরই গুনে দেখো
হাওয়া গাঁটের ব্যাথা,
লাঠি ফেলে বাতের রুগী
ছোটেন যথাতথা।
ঠাকুর তুমি দয়া করে
এমন দানো বর,
বাতের ওষুধ শপিং যেন
থাকে বছরভর।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page