কবিতা- আবছা প্রতিবিম্ব

আবছা প্রতিবিম্ব

-অমল দাস

 

 

বহুকাল পর ভঙ্গুর টর্চলাইটটা হাতে পড়েছে

প্রত্নতাত্বিক আবিস্কারের শিউলি ফুল চোখের কোণে।  

যদিও শৈশবের ব্যাটারির উৎফুল্লতায় ছাইয়ের আস্তরণ, 

মরচে ধরা প্রতিবিম্বে ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ভাব!

কারণ আজকাল ঝোপে-ঝাড়ে, আনাচে-কানাচে

রোমহর্ষক প্রকৃতির খোঁজ নেই!

যেখানে আলোর উৎসুক বিক্রিয়া ঘটাতে পারি বেখেয়ালি।    

সর্বত্র এল.ই.ডি-র উপছে পড়া আলোর জোয়ারে-

বর্ণময় রূপে ভাসছি অ্যালকোহলের উপত্যকায়।

অথচ মননের নুড়ি-পাথর আঁধার কিনারে অসহায়!   

হারানো স্মৃতিতে আলোর প্রতিফলন ঘটেনি কখনই;  

আজও ঘটেনা…

ঘটনা প্রবাহ কেবল বাহ্যিক আবরণে।  

অস্তিত্বের সম্পদও নেই শামিয়ানার আড়ালে,

শুধু কতগুলি পরিচিত মুখ অপরিচিতের আদলে

ঘাস ফড়িঙের মত উড়ে বেরায় অবয়ব ঘিরে।

অনুভবের দর্শনে হোঁচট খেলেও-

টর্চের আলো উপেক্ষিত হয়ে যায় উহ্য স্বরলিপির মত।   

 

 

 

 

 

Loading

6 thoughts on “কবিতা- আবছা প্রতিবিম্ব

  1. কঠিন বাস্তব, তবুও কলমের ছোঁয়ায় শৈল্পিক টান- অসাধারণ

Leave A Comment