
কবিতা- গোলোযোগ
গোলোযোগ
– মঙ্গল মন্ডল
সৃষ্টিতে গোলোযোগ ঘটেছে,
মাথাকে পা আর পা-কে মাথা বলে ফেলছে,
বোধহয় ভুবনে জটিলতা এসে গেছে,
জীবনগুলো চলছে না সহজ ভাবে,
সহজকে বিশ্বাস করে না
আর জটিলকে তারা পারে না সইতে,
পথেঘাটে বিচার বিবাদ চলছে।
আমি যেন সাদা মাটা,
রাখি না মনে হিংসা আর কুমাথা।
তবু আসে গোলোযোগের গন্ধ,
চারিদিক যেন সবাই অন্ধ,
আমি মাঝে জাঁতাকলে ফেঁসে পেলাম কত ব্যথা।
জলে স্থলে ঈশ্বরের প্রার্থনা চলে
অদৃশ্যে বিশ্বাস আনে
দৃশ্যে ঘৃণা হিংসারা যাচ্ছে স্নানে,
আধ্যাত্মিকতায় মনে উদারতা আসবে
বলেছিল সেই পুরোনো অতীত গানে,
গোলোযোগের ছোঁয়া এখানেও ভরছে
চলছে মিথ্যা হাসি ভীড়ের মাঝে
দেখানো ছলনায় দান প্রতিদানে।
ঈশ্বর-ভগবান-আল্লা কতশত নামে
ভক্তি আসে কাল্পনিক ভাবনাতে,
এঁরা সবাই ছিল হয়তো একদিন,
তবে তুমি কেন ভাবলে না পূজা প্রার্থনা করতে গিয়ে
যে ওদের মতো আমিও হবো স্বজ্ঞানে ঈশ্বর,
গড়ব ভালোবাসার ইমারত,
বাঁচাব শতকোটি আরো কত প্রাণ ,
কেন এলোনা এমন ধারণা, কেন মিথ্যা অভিধান?
হতে পারো না তুমি সবার? নিশ্চয়ই পারো!
তুমি আনবে গোলোযোগ সরিয়ে নতুন ধরণী,
আনবে ঈশ্বর-আল্লাহ-ভগবান
জীবকূলের ঐক্যের আত্মায়,
আনবে কত স্নেহ ভালোবাসা বিশ্বাস
আর ঐক্যতার গান।
তুমি আনবে তো?
এবার পারতেই হবে, জীবকূল যে সংকটে,
তুমি নিশ্চয়ই পারবে!
তুমি এই ভুবনের নয়নমণি।


One Comment
Anonymous
খুব ভালো