কবিতা- মহা তেজা

মহা তেজা
– দেসা মিশ্র

 

 

আজকে হাওয়ায় শিউলি গান,
নেচে ওঠে আনন্দে প্রাণ –
মা গো তোমার আলো দিয়ে মুছে দাও সব কালো,
কর জোরে করছি আহ্বান।।

ওই যেখানে শূন্য হাঁড়ি
শুন্য বুক, ছেঁড়া স্বপ্নের জামা…
ওই যেখানে নেই কোনো সুখ
হাজার অসুখ – বন্ধ জানালা,
তুমি এসে ছুঁয়ে দাও আঙুল,
রঙে রঙে হোক রঙিন…
তুমি এসে মাগো আলো ঢেলে দাও,
আসুক খুশির দিন।

ভয়ে ভয়ে আজ ভীত চারিদিকে,
তোমার সন্তান যতো….
ফিরিয়ে দাও হাসি মুখ সব
ঠিক আগের ই মতো।

আর কতো দিন ধুসর কুড়াব?
জমাব চিঠি মনের?
এসেছে বার্তা পদ্ম কাশে,
তোমার আগমনের।

রঙে রূপে মাগো তুমি তো আলো,
তুমি অন্ন দাতা,
আবারো এসে বধ করো অসুর,
হে পরিত্রাতা।

Loading

Leave A Comment