কবিতা

কবিতা- কবিতার অন্দরমহল

কবিতার অন্দরমহল
– অমিতাভ সরকার

কবিতা তো কথা বলে না;—
অনুভূতিগুলোকে সাদা কাগজে লিপিবদ্ধ করে।
পাহাড়ের স্তব্ধতা, নিখিলের রংমহল, তুষার বৃষ্টি,
ঝর্নার অনবদ্য নৃত্য, জলপ্রপাতের গর্জন, নদীর সমুদ্রে মিশে যাওয়ার আকুতি আর তোমার বৃষ্টিভেজা সেদিনের চোখ আজও মনে করিয়ে দেয় তুমি ভালোবেসেছিলে।

তুমি মিশে যেতে চেয়েছিলে হৃদয়ের বন্দরে।

মরীচিকা বন্দর তুমি খুঁজে পাওনি।

হয়তো বা আজও খুঁজে চলেছো মধ্য রাতের ঘুম ভাঙ্গা স্বপ্ন সায়রে।

শীত পেরিয়ে বসন্তের হাওয়া চারিদিকে। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার সদর্প পদধ্বনি।

রঙে রঙে রঙিন প্রকৃতি। এখন তো যৌবনের ডাক।

কোকিলের কুহু কুহু, বেণু-বনে জোনাকিদের উচ্ছ্বলতা। দোল পূর্ণিমার রাত।

মরীচিকার বন্দর হোতে স্বপ্ন হয়ে যেতে ইচ্ছে করে তোমার সেই স্বপ্ন সায়রে।

নরম আঙুল দিয়ে তোমার বৃষ্টি ভেজা চোখ মুছে দিতে। ।

Loading

You cannot copy content of this page