কবিতা

কবিতা- বিষ কুম্ভম পয়োমুখম

বিষ কুম্ভম পয়োমুখম
– সঞ্জিত মণ্ডল

 

 

শাক দিয়ে কি মাছ ঢাকা যায় মিথ্যে দিয়ে সত্যি ও নয়,
চাপা দেবার চেষ্টা দেখি সব কেমনে বিফলে যায়।
উপরে চাকচিক্য রাখা ভিতর পানে খড়ের গাদা,
মানুষ কি আর এতই বোকা দিন দুপুরে কে নিদ্রা যায়!

সবাই বলে আমরা প্রথম আবিষ্কার তো হয়েই গেছে,
জীবন নিয়ে ছিনিমিনি এমন খেলায় কে মেতেছে!
কাছাকাছি এসেই যদি তীরের কাছে তরী ডোবে
কেলেঙ্কারির একশেষেতে কার যে কতো পাপ জমেছে!

বিপদ নয় সে যেমন তেমন দিগবিদিকে ইন্দ্রপতন,
মহামারীর ঝড়ের মাতন শেষের সেদিন বড়ই কাছে।
আমিই প্রথম বললে হবে সবাই যে সব হিসেব রাখে,
বানিজ্যটা করবে কেডা মুনাফাখোর সেটাই খোঁজে।

বেচাকেনার এই জগতে অস্ত্র কিংবা ওষুধ পণ্য
সাধারণের নাভিশ্বাস টা ওরাই বলে খুব নগন্য।
সস্তা নয়তো কোনো কিছুই জীবনদায়ী হোক না যত,
এ দুর্দিনে কে কার জামাই সবাই এখন জীবন্মৃত।

এই দুনিয়া আজব বড়ো বাস্তুঘুঘু ছদ্মবেশী
মুখে মধু মনেতে বিষ বুকে জড়াস ছুরিও মারিস।
কেউ করে নেয় জমি দখল কেউ বাজারটা দখল করে,
সৈন্য সাজায় সীমানাতে চোখ রাঙিয়ে যুদ্ধ করে।

সন্ত্রাসী সব ঘরেই পোষে অস্ত্র দিয়ে লালন করে,
বিশ্বমঞ্চে গান গেয়ে যায় সন্ত্রাসের সে নিন্দা করে!
সবাই ছুটতো যার কাছেতে এখন সবাই পালায় দূরে,
কিস্তিমাতের ভুল চালেতে এখন তাকে ঘৃণাই করে।

Loading

One Comment

  • Sanjit Kumar Mandal

    আমার আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভ কামনা জানাই প্রিয় বন্ধুরা। আলাপী মনের সমস্ত সদস্য বন্ধুও সম্পাদক মণ্ডলী কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানা।

Leave a Reply to Sanjit Kumar MandalCancel reply

<p>You cannot copy content of this page</p>