অণুগল্প- সিক্রেট- ১

সিক্রেট- ১
– সুজিত চট্টোপাধ্যায়

 

 

ডোরবেল বাজতেই বিছানায় লেপটে থাকা দুটি নারী পুরুষ আদিম শরীর, ছিটকে সরে গেল। পুরুষ শরীর লুকিয়ে গেল ব্যালকনির পর্দার আড়ালে। নারী শরীর কাপুড়ে সভ্যতায় সেজে, দরজা খুলে দিলো।

চুড়ান্ত নেশায় সম্পূর্ণ আচ্ছন্ন একটি অভিজাত শরীর, প্রবেশ করলো নিজস্ব ঠিকানায়।
কিছু গোঙানির মতো শব্দ, তারপর পরিচিত বিছানায় পতন এবং অঘোর নিদ্রা।

আদিম পুরুষ শরীর, পর্দার আড়াল সরিয়ে নির্ভয় নিশ্চিন্তে প্রকাশিত। কাপুড়ে সভ্যতায় শরীর ঢেকে সহাস্যে নিষ্ক্রান্ত। সিঁড়িতে স্বাভাবিক পদশব্দ।
দরজায় খুশীর চাঁদপানা প্রেয়সী সুদর্শনা।
কামুক আঙুলে আপাত বিদায়ের মৃদু দোলানী।
উড়ন্ত চুম্বনে সিক্রেট পারফিউম গন্ধ।

সংসার মেতেছে লুকোচুরি, চু কিত কিত খেলায়।
কেউ বলবে সুখ। কেউ বলবে ব্যভিচার।

ব্রেকফাস্ট টেবিলে আবারও উচ্ছ্বলতায় মাখানো মাখন টোস্ট। চিনি নাকি মরিচ?

 

Loading

One thought on “অণুগল্প- সিক্রেট- ১

  1. অন্য প্যাটার্নের কাব্যকথা লেখার চেষ্টা করেছি ।
    মাননীয় পাঠক মন্ডলীর ভালো লাগলে, লেখা সার্থক ।

Leave A Comment