Site icon আলাপী মন

কবিতা- থমকে যাওয়া ভোর

থমকে যাওয়া ভোর
– তাপসী শতপথী পাহাড়ী

 

 

হঠাৎ যদি এমনটা হয়
থমকে গেলো ভোর,
সুপ্রভাতটা রইলো পড়ে
তোমার ঘরের দোর।
হলো না তার গৃহপ্রবেশ,
তার আগেই হলো সে শেষ
ভোর পেলো না আমার আকাশ
জীবন আঁধার ঘোর
হঠাৎ যদি এমন টা হয়
থমকে গেলো ভোর।

 

হাতটি রেখে মুঠোফোনে

ভাববে তুমি বসে,
এতোক্ষণ তো হয় না দেরি
কি বা হলো শেষে!
আজকে তবে এলোনা নাকি
সুপ্রভাতটা দিলো ফাঁকি,
অজানাই থেকে যাবে‌
সে রহস্য ঘোর।
হঠাৎ যদি এমনটা হয়
থমকে গেলো ভোর।

Exit mobile version