কবিতা- অ- জ্ঞানী

অ- জ্ঞানী
– সঞ্জিত মণ্ডল

 

 

কি করে মানেটা বলবো বন্ধু ভাবনাটা বুঝি নাই
ভালো বা মন্দ বলাটার থেকে চুপ করে আছি তাই।
অনেকে বাহবা দিয়েছে বুঝিবা তারা সব জ্ঞানী গুণী,
ভাবি তাহলে কি আমিই একাকী বোকা আর অজ্ঞানী!

ব্যস্ত হয়েই ফোন করে বলি বন্ধু তুমি কি জ্ঞানী,
বেশ তো গুছিয়ে ভালো বলে দিলে কিছুই বুঝিনি আমি।
বন্ধু বললো, সকলে বলছে আমিও বলেছি ভালো,
মাথা কুটে আর কেবা খুঁজে মরে লেখাটা ভালো কি কালো।

কেউ যদি বলে গুড মর্নিং আমিও তো তাই বলি,
রাস্তা দেখিয়ে যারা আগে চলে আমিও সে পথে চলি।
গল্প কবিতা কিছুই বুঝি না গুড মর্নিং বলি,
পড়ি নাই পড়ি লাইক কমেন্ট ঠিক ঠিক দিয়ে চলি।

জানো কি কঠিন ভাবনা চিন্তা গল্প কবিতা গানে,
কি বলতে চায় বুঝিনাকো বাপু ওতে কি মনটা টানে।
ভালো শব্দটা এতোটাই ভালো লোকে ভাবে আহা বেশ,
কি ভালো মানুষ আমার লেখাকে বুঝে ভালো বলে বেশ।

কঠিন শব্দ কঠিন ভাবনা সে যে কতো সুকঠিন,
আমি একপাশে চুপ করে থাকি আমি বড়ো দীন হীন।
না পড়েই যারা ভালো ভালো করে জানি না সে কতো ভালো,
সব ভালো সে যে মোটে ভালো নয়, ভালোতেও দেখি কালো।

হৃদয়ে থাকুক সত্যি যে ভালো তারই জয়গান করি,
হৃদয়ের ফুল সুবাস বিলাক তার সমাদর ধরি।
কবিতা গল্প পড়ে যারা শুধু গুড মর্নিং বলে,
ক্ষমা করো প্রভু অমন পাঠক চাই নাকো কোনো কালে।

Loading

One thought on “কবিতা- অ- জ্ঞানী

  1. আলাপীমনকে অজস্র ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আলাপীমনের কর্ণধার অমল দাস, রীণা চ্যাটার্জি ও স্বজন সাথী কে। আলাপীমন পাঠকের হৃদয় জয় করুক আর দিকে দিকে ছড়িয়ে পড়ুক আলাপীমনের সুনাম।।

Leave A Comment