কবিতা

কবিতা- বিদ‍্যাসাগরের প্রতি

বিদ‍্যাসাগরের প্রতি
-ইন্দ্রনীল মজুমদার

 

 

হে দয়ার সাগর–বিদ‍্যাসাগর,
তোমার চরণের চাপ, এই ধরাধামে
আজও লেগে রয়েছে, এবং লেগে থাকবেও।
আরও দ্বিশতবর্ষ পরেও।
তোমার আদর্শ কোনোদিনও
হবে নাকো ম্লান।

তোমারই আদর্শে আজ এগিয়ে চলছে– আধুনিকতা ও নারী-শিক্ষা।
তোমারই দেখানো পথে
এগিয়ে যাবে বাংলা সাহিত্য, বাণিজ্য ও বিজ্ঞান।
তোমারই কলমে, আমরা লাভ করেছি অক্ষরজ্ঞান।
তুমি সেই পরম শিক্ষক,
আমাদের শিখিয়েছ দয়া-মায়া-মমতা যুক্ত পরম জ্ঞান।

তোমাকে আবার চাই,
বিশ্বাস কর–তোমাকেই চাই।
এই বিশৃঙ্খল যুব সমাজকে
আলো ও নব-জ্ঞানের পথ দেখাতে,
মানুষের দুঃখ ঘোচাতে,
হে দয়ার ও বিদ‍্যার সাগর–তোমাকেই চাই।

(গত ২৬শে সেপ্টেম্বর,২০২০ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সেই উপলক্ষ্যে তাঁর প্রতি এক শ্রদ্ধার্ঘ্য হিসেবে এই কবিতাটি লেখা।ধন্যবাদ।)

Loading

2 Comments

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>