সূর্য এখন অস্তাচলে…
-জিৎ সাহ
আমি যখন সাদা গোলাপ হাতে, যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছি!
— তখনও তুই অস্ত্র উঁচিয়ে রক্ত বন্যায়
ব্যস্ত রেখে গেছিস! মরা কাক,
সেদিন বুক পেতে ছিল রক্ত গোলাপের কাঁটায় শেষ রক্তবিন্দু দিয়ে ।
এই গোধূলিবেলায় অস্তমিত সূর্যকে সাক্ষী রেখেই আজ যুদ্ধ বিরতি চাই।
শান্তি চাই।
শান্তি চাই।
ভাল্লাগে না আর প্রেম প্রেম খেলা, ভালোবাসা-বাসির মিছে অভিনয়,
শুধু স্বার্থের সুক্ষ্ম সমন্বয়।
—তবুও অন্ধের মত তোকে ভালোবেসেছি বলেই আমার হাতে আজও সাদা গোলাপ!