অণু কবিতা- স্নিগ্ধ

স্নিগ্ধ
– রাজশ্রী রাহা চক্রবর্তী

 

 

সমুদ্র শান্ত
তবু উন্মাদ গভীর ভালবাসায়
স্নিগ্ধ সমাহিত
তবুও উচ্ছাসে ভেঙে পড়ে
কিসের আশায়।

গভীর অরণ্য যদি
শান্ত থাকে নিভৃত স্বপনে
অনন্ত শান্তি তার
জেগে ওঠে পাখির কুজনে।

তেমনি শান্ত থাক
অস্ফুট কিছু আকুলতা
কখনো তুমুল ঝড়ে
ভাঙবেই তার নীরবতা।

Loading

One thought on “অণু কবিতা- স্নিগ্ধ

Leave A Comment