পথের শিশু
– সোম
কাঁদছে কত পথের শিশু
ঝরছে চোখে জল।
একমুঠো ভাত পাবার আশায়
জীবনটা নাজেহাল।
ডাস্টবিনেতে খাবার জোটে
কুত্তার সাথে লোড়ে।
শীতের রাতে ঘুম আসে না
ছেঁড়া জামায় মুড়ে।
স্বপ্ন ওদের চোখের পাতায়
একমুঠো ভাত খাবার।
দুঃখ চেপে হাসি মুখে
দিন পেরিয়ে যাবার!

One Comment
Anonymous
সুন্দর