বাকী পথটুকু
– তমালী বন্দ্যোপাধ্যায়
আত্মমগ্ন থাকতে থাকতে কখন ভুলেছি তোমাকে।
কখন যেন আত্মচিন্তা, আত্মপ্রদর্শন গ্রাস করেছে সব।
তারপর…
নিরবিচ্ছিন্ন একাকিত্ব—
আর তখনই আবার তোমাকে খোঁজার শুরু…
কিন্তু তুমিও তো তখন পাল্টে ফেলেছো নিজেকে!
ভাঙা মন কখনো জোড়ে না।
আর সম্পর্কের শিকড় মাটিছাড়া হলে,
সেও তো শুকোয়।
অনুভূতিগুলো জমতে জমতে কখন যেন মস্ত পাহাড়।
আর অভিমানের নদী ছুটে চলে নিঃশ্বাসের তরঙ্গ তুলে।
মন বলে
তুমি আছো…তুমি আছো।
আমি আছি… আমি আছি।
আর নিরন্তর খুঁজে চলেছি সেই মনের পেলব ছোঁয়া।
এসো আবার একসাথে চলি সামান্য পড়ে থাকা বাকী পথটুকু।।