কবিতা

কবিতা- বেহিসাবী কড়ি

বেহিসাবী কড়ি

-অমল দাস

 

 

ভাঙছো যেমন ভেঙেই ফেলো রাস্তাগুলো

কুকুরগুলো পেছন ফিরেই না হয় শুলো

উপড়ে ফেলো বনপলাশের নবীন পাহাড়

খাচ্ছ যেমন ছিনিয়ে খেও মুখের আহার।

বুক পাঁজরে বুলেট শিল্প দানায় দানায়

মূল্য শবের মিটিয়ে দিও কড়ি-কানায়

বিলাস যেমন রাজপ্রাসাদের তক্তপোষে

সিঁধেল কেটেও দৃষ্টি দিও অর্থ-কোষে।

মারিয়ে যেও স্বাধীনচেতা পিঁপড়ে ভেবে

জল চেওনা! জলের বদল রক্ত নেবে?

সেই যে খুঁটি গাড়লে সেথায় জবর দখল

দোলাও যত নৌকা দোলাও সইব ধকল।

লোটন লোটন পায়রারা সব জোটন বেঁধো

মিথ্যে শোকের বাঁশ বাগানে শিয়াল কেঁদো।

টেক্কা-সাহেব-বিবির রেখো লক্ষ গোলাম

দাবার কোটে সেপাই ঘোড়া ঠুকবে সেলাম।

চোখ পেয়েছ দেখতে থেকো দৃশ্য দূষণ

কেমন যেন রঞ্জিত লাল তোমার ভূষণ  

মৃৎ -এর ঘরে মৃত্যু দিয়ে মূর্তি গড়ো,

এমনিতে রোজ মরছে না হয় -মরবে আরও…

 

 

 

Loading

6 Comments

Leave A Comment

You cannot copy content of this page