অণু কবিতা- কুঁড়ি ফুটেছে

কুঁড়ি ফুটেছে
– অমিতাভ সরকার

 

 

মন চেয়েছে তোমার আমার,
চুপ থাকলে কি আর হবে।
ফুল ফুটেছে গাছ সেজেছে,
আর প্রেম কি আড়ালে রবে?

চন্দ্র কিরণে হাসির জোয়ার,
তারারা মিটিমিটি হাসে।
প্রেমের তরী পারে ভিড়েছে,
ভাসবে সোহাগ রসে।

ভাটিয়ালি সুরে নদী বয়ে যায়,
ছাওনি ঢাকা তরী।
দুজনের প্রেমে আকাশ দুলছে,
চাঁদের আলোয় হেরি।

Loading

Leave A Comment