Site icon আলাপী মন

কবিতা- তুমি ছিলে বলেই

তুমি ছিলে বলেই
– চ‍্যাটার্জী অমল

 

 

ভেসে যেতেই তো চেয়েছিলাম,
ভাগ‍্যের চিরসত‍্য ঘূর্ণনে চিরাচরিত ঝাঁঝালো মারপ‍্যাঁচ
আমি বুঝেছিলাম হাড়েহাড়ে।
আশা ভরসার কাঁটাঅলা ঘৃণ্য ছলচাতুরির পাল্লায় পড়ে
নিজেকে ভাঙতে ভাঙতে বোধের পাদটীকায় দাঁড়িয়ে
চুপ ভঙ্গিতে সাজিয়েছিলাম ভবিষ্যতের রূপকাঠামো।

জীবনের উঠোন জুড়ে চৌষট্টি কলার দিঘিতে
তলিয়ে যাবার আগেই অকস্মাৎ বহুকালের জমাট তৃষ্ণায়
অমৃতের নির্যাস নিংড়ে উন্মাদিনীর মতন এসে বলেছিলে,
এই শুনছো তুমি… ভেঙে পড়োনা, আমিতো আছি…!

সুহাসিনী হয়ে বিপুল আগ্ৰহে আদর মাখা হাত
না বাড়ালে কবেই আমার অস্তিত্ব মাধুরীহীন হয়ে
তুমুল ভেসে যেতো খড়কুটোর মতো।
শুধু তুমি ছিলে বলেই সুশোভিত সুদূরপ্রসারী সুনীল
আকাশ, জল, মাটি,সবুজ স্নেহের চারু উপাচারে
সাজানো মায়াবিনোদিনী মহাবিশ্বের প্রকৃত সৌন্দর্য
থেকে দৃষ্টিরস বঞ্চিত হয়নি।

Exit mobile version