জীবন বুনন
-তাপসী শতপথী পাহাড়ী
আমি ততক্ষন পর্যন্ত শব্দ বুনে যাবো,
যতক্ষন না পর্যন্ত একটা গল্প শুরু হয়।
সময়ের নিপাট ভাঁজে ভাঁজে রাখবো প্রত্যেকটা স্বপ্নকে।
গভীর প্রত্যয়ে প্রতিটি চেতনায়
আঁকবো জাগৃতির স্বস্ত্বিক চিহ্ন।
সুপ্ত আকাঙ্খাকে সাজাবো কঠিন বাস্তবতায়।
প্রত্যেকটা উষ্ণতাকে রাখবো
রক্তের শিরায় শিরায়।
মাখবো ভালোবাসার জীবন পরাগ।
আমি ততক্ষন পর্যন্ত একটা গল্প লিখে যাবো,
যতক্ষন না পর্যন্ত কাহিনীর জীবন দীপ
শেষ তেলের বিন্দুতে স্নাত হয়ে নির্বাপিত হয়।
আমি ততক্ষণ পর্যন্তই শব্দের আর
আমার যুগলবন্দীতে জীবনের গল্প বুনে যাব।