কবিতা- পরিস্থিতি

পরিস্থিতি
– সঞ্জিত মণ্ডল

 

 

পরিস্থিতিটা বদলে গিয়েছে আওয়াজ শুনতে পাও?
ধীর পায়ে যারা এগিয়ে আসছে তাদের সেলাম দাও।
সম্পদ যত বিকিয়ে দিচ্ছে যেথায় শাসক দল,
চাষির ফসল লুটে নেবে নাকি কর্পোরেটের কল!
পাঞ্জাব পথ দেখিয়ে দিয়েছে কৃষকরা একজোট,
অচল করেছে শাসন শোষণ বেঁধেছে যে মহাজোট।
রেললাইনেই বসে পড়ে তারা করে রেল অবরোধ,
শাসক বাহিনী দফায় দফায় করে নানা উপরোধ।

কৃষি আইনটা কাদের স্বার্থে বুঝে গেছে জনগণ,
ভাঁওতা বাজীতে হয়না কিছুই ভেজেনা কারোর মন।
লেবার কোডের অর্ডিন্যান্সটা পাশ হয়ে গেছে দেশে,
কষিয়ে লাথিটা মেরেছে জানো কি চেনা উত্তর প্রদেশে।
বিদ্যুৎ কর্মীরা সব সেথা করেছে আন্দোলন,
নাজেহাল সরকার লিখে দেয় লাগু হবে না তা এখন।
প্রতিরক্ষার কর্মী তারাও মানেনি কালাকানুন,
সরকারি মুখ পুড়েছে সেখানে বিফল সে কালা কানুন।
ভ্যালুয়ার টিম ইতি উতি খোঁজে কোথায় কি বেচা যাবে,
গোটা দেশকেই বেচে দিতে চায় কমিশন লুটে খাবে।
কোল ব্লকগুলো নিলামে তুলবে সরকার বাহাদুর,
জেগেছে শ্রমিক মজদুর ভাই নিলাম সে বহুদূর।

যারা চুষে গেছে এতোদিন ধরে বংশ পরম্পরায়,
তবু তারা কিছু রাখঢাক করে এরা তো লাগাম ছাড়ায়।
লোটে আর বেচে দেশের ও দশের যত কিছু সম্পদ,
একই কায়দায় বেচেছে আগেও ধরাও পড়েছে সব।
এরা বেচারাম সব বেচে দেয় দুটো কোম্পানি কাছে,
যাদের কাছেতে ভোট আগে থেকে টিকিটাও বাঁধা আছে।
ধর্মের ধুয়া তুলে আজ যারা দেশকে বোকা বানায়,
গণ আদালতে তাদের বিচার হবে জেনো নিশ্চয়।

Loading

One thought on “কবিতা- পরিস্থিতি

  1. আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই। আলাপী মনের প্রিয় বন্ধুদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

Leave A Comment