জানালা
– সুজিত চট্টোপাধ্যায়
মন খারাপ হলেই
জানালা কাছে ডেকে নেয়।
হৃদয়ের কপাট খুলে দিয়ে বলে
এই দ্যাখ, চলমান সুখ।
চোখ থেকে মনের দুরত্ব কত!
মন থেকে মস্তিষ্কের?
কবি জানে, তবুও কে জানে কেন
কবিতায় ফাঁক থেকেই যায়।
আসলে কবি নয়, জানালা সব জানে
অনেক দূর পর্যন্ত, যতদূর মন যায়, যতদূর।